

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দায় নবনির্মিত একটি ব্রিজের সংযোগ সড়কের কাজ শেষ হলেও সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই কাজ সম্পন্ন করায় চরম ঝুঁকিতে পড়েছে পথচারী ও যানবাহন।
সরেজমিনে দেখা যায়, সদ্য পিচঢালা সংযোগ সড়কের একটি অংশে বিদ্যুতের খুঁটি স্থাপন করা রয়েছে। সড়কের দুই পাশে গার্ডওয়াল ও পিলার নির্মাণ করা হলেও খুঁটিটি অপসারণ বা স্থানান্তরের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত সড়ক ব্যবহারকারীরা।
স্থানীয় বাসিন্দা আল আমিন খান বলেন, “মানুষের নিরাপত্তার জন্য ব্রিজ-রাস্তা বানানো হয়। কিন্তু রাস্তায় খুঁটি রেখে দিলে সেটা উন্নয়ন নয়, মরণফাঁদ।” ফরহাদ হোসেন অভিযোগ করেন, “ঠিকাদার কীভাবে এমন কাজ শেষ করে বিল তুলতে পারে, সেটাই প্রশ্ন।”
নিয়মিত এই সড়ক দিয়ে চলাচলকারী ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, দিনে খুঁটিটি দেখা গেলেও রাতে বা কুয়াশার সময় এটি মারাত্মক বিপজ্জনক হয়ে ওঠে। মোটরসাইকেল চালক সেলিম বলেন, “নতুন রাস্তায় স্বাভাবিকভাবেই গতি থাকে। হঠাৎ খুঁটি দেখলে দুর্ঘটনা এড়ানো কঠিন।”
এ বিষয়ে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী এসএম রফিকুল ইসলাম বলেন, সংযোগ সড়কের কাজ চলাকালে পল্লী বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছিল। কিছু জটিলতার কারণে খুঁটি অপসারণ সম্ভব হয়নি। বিষয়টি স্থায়ী নয়, দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
নগরকান্দা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার সোহেল রানা চৌধুরী জানান, সড়কের মধ্যে খুঁটি থাকা ঝুঁকিপূর্ণ। খুঁটি স্থানান্তরের জন্য প্রয়োজনীয় প্রস্তাব ও বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত ঠিকাদার নিয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। স্থানীয়রা দ্রুত খুঁটি অপসারণ করে সড়ককে ঝুঁকিমুক্ত করার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
