

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড় সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে ফিরোজ কামাল (২৯) নামে এক গরু চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ১৮ বিজিবি ব্যাটেলিয়ন৷
এর আগে, শনিবার সকালে পঞ্চগড়ের জেলার সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালিত করে তাকে আটক করে বিজিবি সদস্যরা ।
জানা গেছে,আটক ফিরোজ কামাল পঞ্চগড় সদর উপজেলার সালটিয়াপাড়া গ্রামের মো. মোতাহারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া এলাকায় শনিবার সকালে ঘাগড়া বিওপি ক্যাম্পের সুবেদার মো. জাহানুর ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫২/এমপি থেকে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া এলাকায় ফিরোজ কামাল নামে ওই ব্যক্তিকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি৷
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সিরাজুল ইসলাম, (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন,বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা কঠোর নজরদারি বজায় রেখে দায়িত্ব পালন করছে।
মন্তব্য করুন
