শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ
expand
ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভাই–বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের প্রাণহানি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতউল্লাহর ছেলে নিশান (২৩)। অপর দুজন হলেন কেশবপুর উপজেলার চালতীবাড়ি গ্রামের বাসিন্দা বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) এবং তার কন্যা বিউটি বেগম (৩০)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, ভাঙ্গা থেকে খুলনার দিকে যাওয়া একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও দুজন গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এই দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X