শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টানা ১২ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২০ এএম
দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি
expand
দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যে টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা নামার আগেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে নিরাপত্তাজনিত কারণে নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, শুক্রবার বিকেল থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে কুয়াশা এতটাই তীব্র হয়ে ওঠে যে নৌপথের মার্কিং বাতিগুলো সম্পূর্ণ অস্পষ্ট হয়ে পড়ে। সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ব্যস্ততম এই নৌরুটে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে আছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশার ঘনত্ব কমে নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X