

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর শিবপুর উপজেলায় বিরল ও অদ্ভুত গঠনের একটি বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির রয়েছে দুটি মুখ, দুটি জিহবা, তিনটি চোখ, দুটি কান ও চারটি পা। এর মধ্যে একটি চোখ কপালের মাঝখানে থাকায় বাছুরটি দেখতে আরও বেশি বিস্ময়কর।
ঘটনাটি ঘটেছে উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও গ্রামে।
স্থানীয় কৃষক কাশেম খান (কাশেম মেম্বার)-এর খামারে গত ২৩ ডিসেম্বর রাতে একটি গাভী এই অদ্ভুত বাছুরটি প্রসব করে।
কাশেম খান জানান, বাছুরটি জন্মের পর থেকেই অসুস্থ রয়েছে। স্বাভাবিকভাবে দুধ পান করতে না পারায় ফিডারের মাধ্যমে দুধ খাওয়ানো হচ্ছে। বাছুরটির শারীরিক গঠন স্বাভাবিক না হওয়ায় তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে গাভীটি লালন-পালন করে আসছি। এর আগেও গাভীটি একাধিকবার বাচ্চা প্রসব করেছে, কিন্তু এমন ঘটনা আগে কখনো ঘটেনি। প্রসবের সময় প্রথমে বাছুরটির দুটি পা বের হয়ে আসে। পরে দেখা যায় এর দুটি মুখ, দুটি কান ও তিনটি চোখ—একটি চোখ কপালের মাঝখানে।”
এলাকায় খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই বাছুরটিকে দেখতে শত শত মানুষ ভিড় জমায়। শিশু, কিশোর-কিশোরীসহ সব বয়সের মানুষ বাছুরটির বিরল গঠন দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন।
স্থানীয়রা বলছেন, এমন অদ্ভুত ও বিরল বাছুর তারা জীবনে আগে কখনো দেখেননি। অনেকে এটিকে প্রকৃতির বিস্ময় হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে জন্মগত ত্রুটি বলেও মনে করছেন।
এদিকে বাছুরটির চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন
