রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পিএম
সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে এক যুবকের মৃত্যু
expand
সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে এক যুবকের মৃত্যু

ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজের সামনের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানভির হাসান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

সে শহরের কালিকাপুর এলাকার বাসার বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আহত আকাশ হোসেনকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বন্ধু আকাশ হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে শৈলকুপার দিকে যাচ্ছিল তানভির হাসান। পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গতিরোধক এর সাথে মোটর সাইকেল এর ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তানভির হাসান। সে সময় আহত হয় তার বন্ধু আকাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে এবং নিহতের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X