

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একাধিক অভিযানে মাছ পরিবহনের ট্রাক ও একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ করেছে। জব্দকৃত মালামাল ও যানবাহনের মোট সিজার মূল্য প্রায় ৬৮ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর বিশেষ টহল দল দুটি পৃথক অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। সকাল আনুমানিক ৬টার দিকে একটি মাছ পরিবহনের ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকে থাকা মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তা সন্দেহজনক মনে হলে সব বস্তা নামানো হয়। পরে অভিনব কায়দায় খৈলের বস্তার নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।
অপর অভিযানে একই দিনে বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানের ভেতর থেকে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল ও গাড়ির কোনো বৈধ কাগজপত্র না থাকায় বিজিবি কসমেটিকসসহ কাভার্ড ভ্যানটি জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সীমান্তবর্তী এলাকার জনগণকে বিজিবির সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
