

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ধানের শীষের কাণ্ডারি হিসেবে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান-এর নাম ঘোষণা করেছে বিএনপি।
শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ এ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তার হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি হস্তান্তর করা হয়। দলটির হাইকমান্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানোর পর রামগতি ও কমলনগরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
লক্ষ্মীপুর-৪ আসনটি বিএনপির অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও গুঞ্জন চলছিল। তবে মাঠপর্যায়ে জনপ্রিয়তা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কথা বিবেচনা করে দল আবারও এবিএম আশরাফ উদ্দিন নিজানের ওপরই আস্থা রাখলো।
এক প্রশ্নের জবাবে, এবিএম আশরাফ উদ্দিন নিজান এনপিবি'কে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। এই জয় শুধু আমার নয়, এটি রামগতি-কমলনগরের আপামর জনতার জয়। আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এই আসনটি দেশনেত্রীকে উপহার দেবো ইনশাআল্লাহ।
তার মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর এলাকায় পৌঁছানোর সাথে সাথেই দলীয় নেতাকর্মীরা মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় সাধারণ ভোটারদের মতে, নিজান এই এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ায় আসন্ন নির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন।
মন্তব্য করুন
