রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ওসমান হাদির গায়েবানা জানাজা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
নারায়ণগঞ্জে ওসমান হাদির গায়েবানা জানাজা
expand
নারায়ণগঞ্জে ওসমান হাদির গায়েবানা জানাজা

নারায়ণগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র-জনতার আয়োজনে ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) আছরের নামাজের পর শহরের বাগে জন্নাত মাসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় জাতীয় নাগরিক পার্টি, ছাত্র ফেডারেশনেসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

বাগে জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমানের ইমামতিতে জানাজা শেষ হয়।

গায়েবানা জানাজা শেষে জাতীয় নাগরিক পার্টির জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু বলেন, 'হাদি ভাইকে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এবং দেশ বিনির্মাণে হাদি ভাইয়ের মতো প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। সকলে মিলেই আমরা বাংলাদেশ গড়বো।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X