রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় শ্রমিক নেতা গ্রেপ্তার, বাসা থেকে অস্ত্র উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
কুমিল্লায় শ্রমিক নেতা গ্রেপ্তার
expand
কুমিল্লায় শ্রমিক নেতা গ্রেপ্তার

কুমিল্লায় র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ এক পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নজমুল ইসলাম শামীম।

শনিবার (২০ ডিসেম্বর) ভোরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় শামীমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে বাড়ির পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ (সিপিসি-২) ও সেনাবাহিনীর ২৩ বীরের সদস্যরা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন। র‍্যাব-১১ (সিপিসি-২)-এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, অভিযানে শামীমের বাসা থেকে তিনটি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগানের গুলি, একটি পিস্তলের গুলি, একটি রিভলভারের গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১০টি ছুরি, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।

গ্রেপ্তার নজমুল ইসলাম শামীম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত আব্দুল হালিমের ছেলে। শামীম স্থানীয় জাঙ্গালিয়া বাস টার্মিনাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি হিসেবে পরিচিত ছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতনসহ মোট সাতটি মামলা রয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X