

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওসমান হাদি আমাদের বলত, বিভিন্ন ফোন নম্বর দিয়ে আমাকে হুমকি দেয়। আমরা তাকে অনেকবার বলেছি, কিন্তু হাদি আমাদের কথা শোনেনি। শুধু বলেছে, দেশের জন্য দরকার হলে জীবন দেব। সেই কথা সত্য হলো—দেশের জন্য জীবন দিয়ে দিল আমার জামাই।
শহীদ ওসমান হাদি আমার জামাই ছিল না, আমার ছেলে ছিল। ওর বাবা ছিল না, ও আমাকে বাবার মতো মনে করত। হাদি দেশের জন্য, মানুষের জন্য জীবন দিয়েছে। আমার জামাই শহীদ হয়েছে দেশের জন্য। আল্লাহ যদি হাদিকে বাঁচিয়ে রাখতেন, তাহলে দেশের পরিবর্তন করে ছাড়ত।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে হাদির শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাবপুর গ্রামে গেলে সাংবাদিকদের এ কথা বলেন হাদির শ্বশুর, সাবেক পুলিশ সুবেদার সুলতান আহমেদ।
তিনি বলেন, হাদি ইনসাফের জন্য লড়াই করেছে। আমরা চাই বাংলাদেশের মানুষ ইনসাফের হোক। হাদি না হতে পারলেও যাতে হাদিকে অনুসরণ করে যে কাজগুলো রেখে গেছে, সেই কাজগুলো যাতে বাংলাদেশে হয়।
সুলতান আহমেদ বলেন, দেশবাসীর কাছে আমি হাদির জন্য দোয়া চাই। অন্তর্বর্তী সরকারের কাছে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তাদের খুঁজে বের করে ফাঁসি দেওয়া হোক। ওসমান হাদি এমন কোনো খারাপ কাজ করেনি। সে দেশের জন্য কাজ করেছে। আমার মৃত্যুর আগে যেন হত্যাকারীদের বিচার হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরান পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মন্তব্য করুন
