

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন।
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় পদকটি তুলে দিয়ে তিনি বলেন, ভেনেজুয়েলার স্বাধীনতার প্রশ্নে ট্রাম্পের বিশেষ অঙ্গীকারের প্রতি সম্মান জানাতেই এই উপহার।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাচাদো জানান, তিনি নিজ হাতে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদকটি দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি। হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি, ট্রাম্প পদকটি গ্রহণ করেছেন কি না।
এই বৈঠক অনুষ্ঠিত হয় এমন এক সময়ে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। একসময় নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী থাকা রদ্রিগেজ বর্তমানে দেশটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।
মাচাদোর জন্য যুক্তরাষ্ট্র সফরটি ছিল ঝুঁকিপূর্ণ। গত বছর কারাকাসে স্বল্প সময়ের জন্য আটক হওয়ার পর তিনি ভেনেজুয়েলা ত্যাগ করেন এবং দীর্ঘ সময় তার অবস্থান অজানা ছিল। এরপরও ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি হোয়াইট হাউসের বাইরে উপস্থিত সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় সমর্থকদের অনেকে “থ্যাংক ইউ, ট্রাম্প” স্লোগান দেন।
এই পরিস্থিতি ট্রাম্পের পূর্ববর্তী বক্তব্যের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। অতীতে তিনি একাধিকবার মাচাদোর নেতৃত্বদানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দাবি করেছেন, ভেনেজুয়েলার ভেতরে তার পর্যাপ্ত সমর্থন নেই। এমনকি মাদুরো গ্রেপ্তারের পরও ট্রাম্প মন্তব্য করেছিলেন, মাচাদোর জন্য দেশের নেতৃত্ব দেওয়া সহজ হবে না।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট মাচাদোকে ভেনেজুয়েলার জনগণের জন্য “একজন সাহসী ও গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর” হিসেবে বর্ণনা করলেও জানান, এই বৈঠকের অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ট্রাম্প তার বিষয়ে আগের অবস্থান বদলেছেন। তিনি আরও বলেন, ট্রাম্প ভবিষ্যতে নতুন নির্বাচনের পক্ষে থাকলেও তা কবে অনুষ্ঠিত হবে— সে বিষয়ে এখনো কোনো সময়সূচি নির্ধারিত হয়নি।
মন্তব্য করুন

