বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম
ভিসা
expand
ভিসা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের জানুয়ারিতে পুনরায় শপথ নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি শুরু করে। এর মধ্যে বহু মানুষকে হঠাৎ করে দেশে ফেরত পাঠানো হয়েছে, যদিও তাদের মধ্যে অনেকের বৈধ ভিসা ছিল। নতুন ভিসা প্রদানে নিয়ন্ত্রণও কঠোর করা হয়েছে।

মোট বাতিল করা ভিসা: ১ লাখের বেশি। স্টুডেন্ট ভিসা: প্রায় ৮ হাজার।

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের জন্য বিশেষায়িত ভিসা: ২ হাজার ৫০০। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য এবং অপরাধীদের দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট জানিয়েছেন, ভিসা বাতিলের ক্ষেত্রে প্রধান চারটি বিষয় হলো: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশেই থাকা। মদ্যপ্য অবস্থায় গাড়ি চালানো। সহিংসতা বা আইন লঙ্ঘন

পিগোট জানিয়েছেন, ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা ২০২৪ সালের তুলনায় ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রমাণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X