শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগান সীমান্তে পাকিস্তানের ১৯ সেনা নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
expand
আফগান সীমান্তে পাকিস্তানের ১৯ সেনা নিহত

আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা এবং ৩৫ জন তালেবান সদস্য নিহত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আফগান সীমান্তের নিকটে বাজাউর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবান গোষ্ঠীর তিনটি আস্তানায় সেনারা অভিযান চালালে প্রাণঘাতী এই সংঘর্ষ শুরু হয়।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় ২২ জন তালেবান যোদ্ধা নিহত হয়। দক্ষিণ ওয়াজিরিস্তানের পৃথক অভিযানে আরও ১৩ জন নিহত হয়। একইসঙ্গে ওয়াজিরিস্তানে ১২ জন সেনা প্রাণ হারান। লোয়ার দির এলাকায় আরেকটি বন্দুকযুদ্ধে সাত সেনা নিহত হন এবং অন্তত ১০ জন বিদ্রোহী যোদ্ধা মারা যায়।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানে অবস্থান করা টিটিপি আফগান তালেবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও তারা আলাদা সংগঠন। পাকিস্তানের অভিযোগ, আফগান মাটি ব্যবহার করে টিটিপি নিয়মিত হামলা চালাচ্ছে। এজন্য কাবুল সরকারকে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তান সেনারা নিহত যোদ্ধাদের “খোয়ারিজ” বলে অভিহিত করেছে। এছাড়া ইসলামাবাদ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, এই গোষ্ঠী ভারতীয় সমর্থন পাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ হাজির করা হয়নি।

দীর্ঘদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে—ভারত টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করে। তবে নয়াদিল্লি এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সাম্প্রতিক এই সংঘর্ষে হতাহতের বিষয়ে কাবুলের তালেবান সরকার কিংবা ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন