

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আফগানিস্তান সীমান্তের কাছাকাছি দক্ষিণ ওয়াজিরিস্তানের বদর এলাকায় পাকিস্তানি সেনাদের কনভয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ১২ সেনা নিহত হয়েছেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে। হামলার পরপরই উভয় পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি চলে, যাতে ১৩ জন হামলাকারীও মারা যায়। আহত হয়েছেন আরও চারজন।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা সেনাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র ও ড্রোন দখল করেছে। স্থানীয়দের দাবি, ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে এলাকায় হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
অন্যদিকে পাকিস্তানি সেনারা অভিযোগ করেছে, ভারত টিটিপিকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। সামরিক বাহিনীর মিডিয়া শাখার তথ্যমতে, বাজাউর জেলায় এক অভিযানে ‘ভারতীয় সমর্থনপুষ্ট’ ২২ জন সন্ত্রাসী নিহত হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাদের দাবি, এসব সন্ত্রাসী দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় নানা সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    