বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া থেকে রওনা দিয়ে ইসরায়েলগামী জাহাজ থামাল ফিনল্যান্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ফিনল্যান্ডের পুলিশ রাশিয়া থেকে যাত্রা করা একটি জাহাজ আটক করেছে। বুধবার হেলসিংকি থেকে এস্তোনিয়ার দিকে ফিনল্যান্ড উপসাগর অতিক্রমের সময় পানির নিচের একটি টেলিকম কেবল ক্ষতিগ্রস্ত করার সন্দেহে জাহাজটিকে থামানো হয়। সাম্প্রতিক বছরগুলোতে এ এলাকায় এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হেলসিংকিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তরক্ষা কর্তৃপক্ষ জানায়, ‘ফিটবুর্গ’ নামের মালবাহী জাহাজটি ঘটনাকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা হয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ফিনিশ কর্তৃপক্ষ।

হেলসিংকির পুলিশ প্রধান ইয়ারি লিউক্কু সাংবাদিকদের বলেন, ‘এ মুহূর্তে আমরা গুরুতর টেলিযোগাযোগ ব্যাহত করা এবং গুরুতর নাশকতা ও নাশকতার চেষ্টার সন্দেহ করছি।’

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার পক্ষ থেকে ‘হাইব্রিড হুমকি’ বেড়েছে বলে ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা—এ নিয়ে উদ্বেগও বাড়ছে, যদিও মস্কো তা অস্বীকার করে।

চলতি মাসের শুরুর দিকে ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার বলেন, জোটকে নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য এ ধরনের হুমকির জবাব দিতে প্রস্তুত থাকতে হবে।

‘হাইব্রিড হুমকি’ বলতে সামরিক ও অসামরিক কৌশলের সমন্বয় বোঝায়—যা শত্রুপক্ষের নিরাপত্তা দুর্বল করতে ব্যবহৃত হয়।

এর মধ্যে থাকতে পারে সাইবার হামলা, ভ্রান্ত তথ্য প্রচার, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতা, পাশাপাশি ড্রোন বা অনিয়মিত সশস্ত্র গোষ্ঠীর ব্যবহার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X