

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বল হাতে কিছুটা সফল হলেও ব্যাট হাতে রান পাননি সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার বিপক্ষে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের ইনিংসে তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন। তবে ব্যাট করতে নেমে ২ বল খেলে করেন মাত্র ১ রান।
স্পিন সহায়ক উইকেটে ব্যাটিংয়ে ব্যর্থ হয় গায়ানা। পুরো দল গুটিয়ে যায় মাত্র ৯৯ রানে। প্রতিপক্ষের হয়ে জেইডন সিলস দাপট দেখান ৪ উইকেট নিয়ে, পাকিস্তানি লেগস্পিনার উসামা মীর পান ৩ উইকেট।
জবাবে রান তাড়ায় নেমে ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে অ্যান্টিগা। তবে ওপেনার আমির জাঙ্গোর অপরাজিত অর্ধশতকে ৫ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় তারা।
এই জয়ের ফলে ১০ ম্যাচ শেষে সাকিবদের দল সংগ্রহ করেছে ১১ পয়েন্ট এবং অবস্থান করছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    