বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও খালেদা জিয়া
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও খালেদা জিয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়া দীর্ঘসময় ধরে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের স্বার্থ রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েনের সময় বেগম জিয়ার অবস্থান সবসময়ই গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছে।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা, একের পর এক মামলা ও সরকারি চাপে জর্জরিত পরিস্থিতির মধ্যেও বেগম জিয়ার দৃঢ় মনোভাব এবং আপোষহীন অবস্থান ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নাহিদ ইসলাম আরও মনে করিয়ে দেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানসহ স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারে খালেদা জিয়ার নেতৃত্ব দেশের রাজনীতিতে গভীর ছাপ ফেলেছে। বিভিন্ন প্রজন্ম তাকে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে দেখে এসেছে।

তিনি বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ জানিয়ে তার পরিবারকে সহমর্মিতা জানান এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

নাহিদ ইসলামের ভাষ্যে, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার এই চ্যালেঞ্জিং সময়ে বেগম খালেদা জিয়ার অভিজ্ঞতা ও নেতৃত্ব এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অবদান স্মরণ করে তিনি বেগম জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X