

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নতুন বছরের আগমনে দেশবাসী ও বিশ্বমানবতার জন্য কল্যাণ কামনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন বছরটি যেন সবার জীবনে শান্তি, নিরাপত্তা ও মহান আল্লাহর অনুগ্রহ বয়ে আনে।
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে বুধবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানান। বার্তায় তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও মানবজাতির জন্য মঙ্গল কামনায় দোয়া করেন।
ডা. শফিকুর রহমান বলেন, নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে সামান্য অসচেতনতা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। আতশবাজির বিকট শব্দে পাখি ও পোষা প্রাণীরা আতঙ্কিত হয় এবং অনেক ক্ষেত্রে আহতও হয়। পাশাপাশি এসব শব্দ বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি ও শিশুদের জন্য শারীরিক ও মানসিক অস্বস্তি সৃষ্টি করতে পারে। ফানুস ওড়ানোর কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকির কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নতুন বছর উদযাপনের ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে। মানুষ ও প্রাণীর নিরাপত্তা, পরিবেশের সুরক্ষা এবং সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ ও স্বাস্থ্যসম্মতভাবে নববর্ষকে স্বাগত জানানোর আহ্বান জানান তিনি।
বার্তার শেষে জামায়াত আমির নতুন বছরে সবার জন্য সুস্থতা, নিরাপত্তা ও সমৃদ্ধ জীবন কামনা করেন।
মন্তব্য করুন

