সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নুরের দলে হিরো আলম, দুই আসনে নির্বাচনে প্রার্থী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
হিরো আলম ও নুরুল হক নুর
expand
হিরো আলম ও নুরুল হক নুর

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন।

জানা গেছে, তিনি গণঅধিকার পরিষদের প্রার্থী হয়ে নির্বাচন করবেন।

হিরো আলম জানিয়েছেন, সময় হলে সব কিছু জানাবেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, রাজনৈতিক দলের হয়ে অংশ নেবেন।

সূত্র জানায়, হিরো আলম ও নুরুল হক নুরের মধ্যে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে।

প্রার্থী হওয়ার আসন সম্পর্কে হিরো আলম জানিয়েছেন, তিনি দুই আসন থেকে নির্বাচন করবেন।

ঢাকা-১৭ ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)। ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে, আর বগুড়া-৪ আসনে বিএনপি থেকে মোশারফ হোসেন নির্বাচনে অংশ নেবেন।

উভয় আসনেই একাধিক রাজনৈতিক দলের প্রার্থী থাকায় হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন