শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

রাজধানীর পঙ্গু হাসপাতালে কোনো আহত রোগী না থাকায় কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এদিন অন্যান্য কর্মসূচি পালন করবেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বর্তমান পরিস্থিতি ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, কর্মসূচি বাতিল হলেও রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে না।

নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১১টায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন। সেখানে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় সময় পার করছেন তারেক রহমান। তার প্রতিটি কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক মহলেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X