

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার লন্ডনে নেওয়ার কথা।
চিকিৎসক ও দলের দায়িত্বশীল সূত্র বলছে, কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স রাতে ঢাকায় পৌঁছাতে পারে। এদিকে, শাশুড়িকে নিতে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান সকালে বাংলাদেশে পৌঁছাবেন। তিনি দেশে আসার পর খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশে উড়াল দেবে।
জানা গেছে, খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার থেকে অ্যাম্বুলেন্সে প্রথমে হযরত শাহজালাল বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হবে লন্ডন। তাঁকে ভর্তি করা হবে লন্ডন ব্রিজ হাসপাতালে।
গতকাল বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত পরামর্শ এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উড়োজাহাজে দীর্ঘ যাত্রায় (কমপক্ষে ১১ ঘণ্টা) প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে প্রস্তুতিও শেষ হয়েছে।
এরপর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বৃহস্পতিবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার খালেদা জিয়ার লন্ডনযাত্রা শুরু হবে।
কারা সঙ্গে যাচ্ছেন
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা তালিকায় খালেদা জিয়ার সঙ্গে ১৭ জন লন্ডনে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
তাদের মধ্যে রয়েছেন- ডা. জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক জাহিদ হোসেন, বিএনপির উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, শাহাবুদ্দিন তালুকদার, নূরউদ্দিন আহমদ, রিচার্ড বিল, জিয়াউল হক, জাফর ইকবাল, আল মামুন, এসএসএফের দুই কর্মকর্তা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আবদুল হাই মল্লিক, ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।
তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডা. জোবাইদা রহমান। তিনি গতকালই দেশের উদ্দেশে রওনা হয়ে আজ সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন। যেন সঙ্গে থেকে খালেদা জিয়াকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন। তবে তার আগেই যদি ফ্লাইট ব্যবস্থা করা যায় কিংবা তাঁর আসা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল সঙ্গী হবেন।
এদিকে গতকাল রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি লন্ডনে বিমানবন্দরে চেকইন করেছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে তাঁর ফ্লাইট ছেড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-ঢাকা ফ্লাইটটি শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শায়রুল কবির খান আরও জানান, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে, সেটিতে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এ কারণে যাত্রা বিলম্ব হতে পারে।
মন্তব্য করুন

