শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিআর নিয়ে জামায়াতকে খোঁচা দিলেন সাকি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
expand
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, কোনো কোনো দল পিআর পদ্ধতি দাবি করছে। ঐকমত্য কমিশনে নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সংসদে পিআর পদ্ধতির কোনো প্রস্তাবই ছিল না।

সাকি বলেন, জামায়াতে ইসলামীকে দেখলাম সাম্প্রতিক সময়ে আন্দোলনে নেমে গেছেন নিম্নকক্ষেও পিআরের দাবিতে। জামায়াতে ইসলামী যে পদ্ধতিটি দাবি করছে সেটা তো হলো ৩০০ আসনেই পিআর।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৯ম সম্মেলনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তার মানে এখানে কোনো প্রার্থীর দরকার নাই। তাহলে একেকজন নেতার নামে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয় সেই রকম নির্বাচন হবে একজন নেতা, একটি প্রতীক, একটি দল তার উপরে সব মানুষ ভোট দাও, সে ভোটে যে যত ভোট পেল সে অনুযায়ী যে যার দল মনোনয়ন দিয়ে দিবে। এটা জনগণের প্রতিনিধিত্বমূলক জায়গা হলো না।

সাকি বলেন, নির্বাচন সংস্কার এখন সময়ের দাবি। সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে। অভ্যুত্থান কোনো একক দল করে নাই। অভ্যুত্থানে সমস্ত দল যারা আন্দোলন করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে; দল করেন না এমন অসংখ্য মানুষ এ অভ্যুত্থানে যুক্ত হয়েছিলেন- জীবন দিয়েছিলেন।

তিনি বলেন, নির্বাচন ভণ্ডুল হয়ে গেলে, কেউ একক কর্তৃত্ব কায়েম করতে গেলে এই রাষ্ট্রে আবার অন্ধকার জেঁকে বসবে। আমরা নির্বাচন চাই, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে।

ছাত্র ফেডারেশনের নতুন জেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, ছাত্র ফেডারেশনের সদ্য সাবেক জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, সাবেক সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন