

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঘন কুয়াশার কারণে শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাঘাত ঘটে। কুয়াশায় রানওয়ে পরিষ্কারভাবে দেখা না যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে ৮টি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় এসব ফ্লাইটকে নিকটবর্তী ও বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রাম, চারটি কলকাতা এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
সূত্র জানায়, আবহাওয়া অনুকূলে এলে স্বাভাবিক নিয়মে আবারও ফ্লাইট ওঠানামা শুরু হবে। এদিকে যেসব যাত্রীদের ফ্লাইটে বিলম্ব হয়েছে, তাদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও থাকার ব্যবস্থা করছে।
মন্তব্য করুন

