বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তাহীনতায় ‘জনতার জমিন’ সম্পাদক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
expand
নিরাপত্তাহীনতায় ‘জনতার জমিন’ সম্পাদক

দৈনিক জনতার জমিন–এর প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরন (৩৫) সাম্প্রতিক চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাকে অনুসরণ করে ভয়ভীতি প্রদর্শন ও বড় ধরনের ক্ষতি সাধনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তৎপর হয়েছে—এমন অভিযোগে তিনি পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৬৫, তারিখ: ০১/১২/২০২৫) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর, রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পল্টন মডেল থানাধীন বিএনপি পার্টি অফিসের সামনে থেকে পুরো ঘটনাটির সূত্রপাত। গাড়ি থেকে নেমে ডাব কেনার সময় হঠাৎ নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি ও মাস্ক পরিহিত অজ্ঞাত ৪/৫ জন দুষ্কৃতকারী সম্পাদক কিরনের গতিবিধি অনুসরণ করতে থাকে। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি দ্রুত রাস্তার বিপরীত পাশে ভিআইপি টাওয়ারে প্রবেশ করেন।

আত্মরক্ষার জন্য কিরন দ্রুত লিফটে উঠে ভবনের ১২ তলার একটি অফিসে আশ্রয় নেন। কিছুক্ষণ পরই নুরুল ইসলামসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা সেই অফিসেও ঢুকে পড়ে এবং ইঙ্গিত-ইশারায় ভয়ভীতি প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বুঝতে পেরে সম্পাদক কিরন জরুরি সেবা নাম্বার ৯৯৯–এ ফোন করলে দুর্বৃত্ত দল মুহূর্তেই ভবন ত্যাগ করে পালিয়ে যায়।

জিডিতে কিরন আশঙ্কা প্রকাশ করে জানান, এই ব্যক্তিরা তাকে যে কোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে ঘটনাটি থানায় লিপিবদ্ধ করা একান্ত জরুরি হয়ে পড়েছিল। পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমীন জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, এই অপ্রত্যাশিত হামলার চেষ্টার ঘটনা নিয়ে গত ০২ ডিসেম্বর, সন্ধ্যা ৭টায় কাকরাইলের আল আমিন মিলেনিয়াম টাওয়ারে 'দৈনিক জনতার জমিন'-এর পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X