মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
আদালত থেকে বের হচ্ছে মেহজাবিন চৌধুরী
expand
আদালত থেকে বের হচ্ছে মেহজাবিন চৌধুরী

২৭ লাখ টাকা আত্মসাৎ এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩-এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন এবং মামলাটি নথিভুক্ত (নথিজাত) করার নির্দেশ দেন।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, মেহজাবীন ও তার ভাইয়ের পক্ষে আদালতে লিখিত জবাব দাখিল করা হয়েছে। তিনি আদালতকে জানান, মামলার অভিযোগপত্রে উত্থাপিত বক্তব্য মনগড়া ও ভিত্তিহীন। বাদীর সঙ্গে তাদের কোনো সাক্ষাৎই হয়নি, ফলে হুমকি বা ভয় দেখানোর অভিযোগের কোনো বাস্তবতা নেই।

এদিন মেহজাবীন চৌধুরী ও আলিসান চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। শুনানির সময় মেহজাবীনের মুখে কালো মাস্ক দেখা যায়। শুনানি শেষে তারা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

উল্লেখ্য, এর আগে গত ১০ নভেম্বর পারিবারিক ব্যবসায় অংশীদার করার কথা বলে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X