

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আলোচনায় থাকা কনটেন্ট নির্মাতা হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে তার স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলার ভিত্তিতে বগুড়া থেকে তাকে আটক করা হয়।
হাতিরঝিল থানার এসআই ফুয়াদ নিশ্চিত করেন, একটি পরোয়ানাভুক্ত মামলায় হিরো আলমকে নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়েছে।
গ্রেপ্তারের খবর জানার পর প্রতিক্রিয়ায় রিয়া মনি গণমাধ্যমকে বলেন, “আমিও ঘটনাটি শুনেছি। যা আমার সঙ্গে ঘটেছে তার ন্যায়বিচার চাই। নিরুপায় হয়ে আইনের শরণাপন্ন হয়েছি। আইনের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে।”
হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় রিয়া মনি অভিযোগ করেন—হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনার সঙ্গে হিরো আলম জড়িত।
তার সঙ্গে আরও এক ব্যক্তি—আহসান হাবিব সেলিম—এই মামলার অপর আসামি। তার বিরুদ্ধেও আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
অভিযোগে বলা হয়, সম্প্রতি দাম্পত্য সম্পর্কের অবনতি হলে হিরো আলম তাকে তালাক দেন। বিষয়টি সমাধানের জন্য গত ২১ জুন রিয়া মনির পরিবার হাতিরঝিলের একটি বাসায় আলমকে ডাকেন।
সেখানে গিয়ে হিরো আলমসহ ১০–১২ জন ব্যক্তি রিয়া ও তার পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণ করেন। পরে তারা রিয়ার বর্তমান বাসায় অনুমতি ছাড়া প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
মারধরের ফলে রিয়া মনি আহত হন। অভিযোগে তিনি আরও দাবি করেন, ঘটনার সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় হামলাকারীরা। দুই দিন পর, অর্থাৎ ২৩ জুন, তিনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।
মন্তব্য করুন
