

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে।
এতে নারীদের জন্য সংরক্ষিত ছয়টি আসনেই জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরপন্থী ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। বিষয়টি এখন পুরো ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জাকসুর নারী সংরক্ষিত পদগুলো হলো—সহ-সম্পাদক (এজিএস), সহ-ক্রীড়া সম্পাদক, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক এবং কার্যকরী সদস্যের তিনটি পদ।
নির্বাচন অনুষ্ঠিত হয় ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রায় দুই দিন ধরে ভোট গণনার পর ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা যায়—
সহ-সম্পাদক (এজিএস) পদে সমন্বিত জোটের আয়েশা সিদ্দিকা মেঘলা সর্বাধিক ভোটে নির্বাচিত হন।
সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা অল্প ব্যবধানে জয় পান।
সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যান।
কার্যকরী সদস্য (নারী) পদে বরাদ্দ তিনটি আসনেই বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্রার্থীরা—নুসরাত জাহান ইমা, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহান।
মোট ছয়টি নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৫ জন প্রার্থী। তবে সব ক’টি পদেই সমন্বিত জোটের প্রার্থীদের জয় ধরা দিয়েছে।
উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে মোট ২৫টি আসনের মধ্যে ২০টিতে বিজয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। এর মধ্যে সাধারণ সম্পাদক (জিএস) ও দুই সহ-সম্পাদক (এজিএস) পদও অন্তর্ভুক্ত।
মন্তব্য করুন
