শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাবি ছাত্রী হলের ভিপি-এজিএস র‌্যাগিং দিলেন পুরুষ শিক্ষার্থীকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম
অভিযুক্ত ঐশী সরকার অথি ও প্রমা রাহা 
expand
অভিযুক্ত ঐশী সরকার অথি ও প্রমা রাহা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রান্ত রায় লিখিত অভিযোগ দিয়েছেন সিনিয়র দুই নারী শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিং ও মানসিক নির্যাতনের ঘটনায়।

অভিযোগে বলা হয়েছে, গত ২৭ আগস্ট পরীক্ষার দিন প্রান্তকে জোর করে গ্যালারিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ফজিলতুন্নেছা হল সংসদের সহ-সভাপতি (ভিপি) ঐশী সরকার অথি (৪৯ ব্যাচ) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রমা রাহা (৫০ ব্যাচ) তাকে ব্যঙ্গ-বিদ্রুপ করেন। এমনকি পরীক্ষার পরিবেশও বিঘ্নিত হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী প্রান্ত বলেন, “এ ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। কঠোর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও শিক্ষার্থী এ ধরনের ঝুঁকিতে পড়বে।”

অভিযুক্ত ঐশী দাবি করেন, বিষয়টি অভিযোগে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রমা রাহাও জানান, ঘটনার পর দুঃখ প্রকাশ করা হয়েছিল এবং বর্তমানে তদন্ত কমিটি বিষয়টি দেখছে।

চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজা জানান, বিভাগীয়ভাবে সমাধানের চেষ্টা হয়েছিল, কিন্তু পরে ভুক্তভোগী প্রক্টর অফিসে অভিযোগ দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “র‌্যাগিং বিরোধী নীতিমালা অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন