বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচনে প্রার্থীদের সরে দাঁড়ানোর হিড়িক: লড়াইয়ে শিবির-ছাত্রদল

জবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
expand
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

একাধিক দফা পেছানোর পর আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন।

তবে ভোটের ঠিক আগে ভিপি, জিএস ও এজিএসসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ থেকে একের পর এক প্রার্থীর সরে দাঁড়ানোর ঘটনায় পুরো ক্যাম্পাসে তৈরি হয়েছে আলোচনা ও সন্দেহ। তবে শেষ পর্যন্ত মূল লড়াই হবে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে।

নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে অন্তত পাঁচজন প্রার্থী বিভিন্ন কারণ দেখিয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। কেউ সংবাদ সম্মেলনে, কেউ আবার ফেসবুক লাইভ বা পোস্টের মাধ্যমে নির্বাচনে না থাকার সিদ্ধান্ত জানান।

পারিবারিক চাপ, ব্যক্তিগত কারণ কিংবা পরিবেশ অনুকূলে না থাকার কথা উল্লেখ করলেও শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের একটি অংশ বলছে, পূর্ণোদ্যমে প্রচারণা চালিয়ে শেষ সময়ে এসে প্রার্থিতা প্রত্যাহার স্বাভাবিক নয়। বরং কয়েকজন প্রার্থীকে চাপের মুখে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে-এমন অভিযোগও উঠেছে।

সর্বশেষ ২৯ ডিসেম্বর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদপ্রার্থী সুজন চন্দ্র সুকুল নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরদিনই (৩০ ডিসেম্বর) ভোট হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত করে।

এরপর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন আরও এক দফা স্থগিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় নতুন করে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। শুরুতে নির্বাচনী আমেজ কিছুটা স্তিমিত হলেও এখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা জোরদার হয়েছে। বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে অনলাইনে ভোট চাইছেন প্রার্থীরা। ভোটার উপস্থিতি বাড়াতে বিভাগীয় শহরগুলো থেকে বাস দেওয়ার ঘোষণাও এসেছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলগুলোর পক্ষ থেকে।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে কিছু প্রার্থী একটি নির্দিষ্ট প্যানেলের পক্ষে সরে দাঁড়িয়েছেন। অনেক ক্ষেত্রে হঠাৎ সংবাদ সম্মেলন বা ফেসবুক পোস্টের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।

একটি ছাত্র সংগঠনের দিকে অভিযোগের আঙুল তুলে বলা হচ্ছে-আর্থিক প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে স্বতন্ত্র প্রার্থীদের সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও সংশ্লিষ্ট প্রার্থীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আয়োজিত এই জকসু নির্বাচনে চারটি প্যানেল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মধ্যে। এরই মধ্যে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রকাশ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।

ভিপি পদে মোট ১২ জন প্রার্থীর মধ্যে চারজন ইতোমধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলকে সমর্থন দিয়েছেন। জিএস পদে স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম সরে দাঁড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনে বহাল রয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জনে বলা হয়, সুজন চন্দ্র সুকুলকে চাপ দিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি নিজেই ফেসবুক ভিডিও বার্তায় দাবি করেন, তিনি কোনো ধরনের হুমকি বা জোরজবরদস্তির মুখে পড়েননি।

পরিবারের অনিচ্ছার কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি নিজের নাম ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট ছড়ানোর অভিযোগও করেন।

তবে এ বিষয়ে ভিন্ন মতও সামনে এসেছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন, প্রার্থীদের ওপর মারাত্মক চাপ প্রয়োগ করা হয়েছে। যদিও এসব বক্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

শিক্ষার্থীদের মতে, স্বতন্ত্র প্রার্থীদের সরে দাঁড়ানোর পেছনে একাধিক কারণ থাকতে পারে- নির্বাচনী ব্যয়, সংগঠিত প্রচারণার অভাব কিংবা বড় প্যানেলের প্রভাব। অভিযোগ প্রমাণের দায়িত্ব নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর—এমন মতও দিয়েছেন অনেকে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৪৫ জন। ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী সদস্য পদে শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৬ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X