

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘হাদি তোমার জিন্দেগী, দাসত্ব নয় আজাদী’ স্লোগানকে ধারণ করে শহীদ ওসমান হাদির স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আজাদীর সুর’ শীর্ষক কাওয়ালী ও বিপ্লবী গানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে দূরবীন সাংস্কৃতিক সংসদ।
সাংস্কৃতিক পরিবেশনায় ওসমান হাদির সাংস্কৃতিক আন্দোলনের দীর্ঘদিনের সহযাত্রী আহমেদ আতাউল্লাহ সালমান ও তার দলের বিভিন্ন গান এবং আবৃত্তি পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে অন্যতম জাকসুর সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘শহীদ ওসমান হাদি ভাইকে স্মরণ, তাকে যারা শহীদ করেছে তাদেরকে অতিদ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি এবং কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তার যে লড়াই ছিলো সেটিকে জারি রাখার উদ্দেশ্যেই মূলত এই ‘আজাদীর সুর’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।’
দূরবীণ সাংস্কৃতিক সংসদের সংগঠক এবং বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী আলী জাকি শাহরিয়ার বলেন, ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে শহীদ ওসমান হাদি ভাই যে সাংস্কৃতিক বিপ্লবের ডাক দিয়েছিলেন, সেটিকে চালু রাখতে এবং আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই আমরা দূরবীন সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি।
পতিত ফ্যাসিবাদী শক্তি হয়তো ভেবেছে, বুলেট দিয়ে তারা বিপ্লব স্তব্ধ করে দিতে পারবে, কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এক হাদি শহীদ হলেও আরো লক্ষ হাদি জন্ম নিয়ে তার বিপ্লবকে এগিয়ে নিয়ে যাবে। আমরা হাদিকে জাগরুক রাখতে সামনে আরো নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবো।”
মন্তব্য করুন
