মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উত্তরে বাড়ি ভাড়ার নির্দেশিকা প্রকাশের তারিখ ঘোষণা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ বাস্তবায়নে একটি নির্দেশিকা প্রকাশ করতে যাচ্ছে।

আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এ নির্দেশিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএনসিসি জানায়, মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে অবস্থিত নগর ভবনে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এবং আইনি কাঠামোর আওতায় ভাড়া নির্ধারণ ও অন্যান্য বিষয় স্পষ্ট করতে এই নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সংবাদ সম্মেলনে নির্দেশিকাটি উপস্থাপন করবেন বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X