

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি আগস্ট মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৩৩ কোটি। রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আগস্টে প্রতিদিন গড়ে ৭ কোটি ৬০ লাখ ডলার দেশে এসেছে। গত বছরের একই সময়ে প্রতিদিন গড়ে প্রবাস আয় ছিল ৭ কোটি ৪১ লাখ ডলার।
অন্যদিকে গত জুলাই মাসে প্রতিদিনের গড় আয় ছিল ৮ কোটি ২৫ লাখ ডলারের বেশি। ফলে গত বছরের তুলনায় আয় কিছুটা বেড়েছে, তবে গত মাসের চেয়ে খানিকটা কম।
কোন ব্যাংকের মাধ্যমে কত এলো
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী—
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার।
কৃষি ব্যাংক এককভাবে এনেছে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার।
বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি—১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার।
বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার।
মন্তব্য করুন