

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুই মাসে উল্লাপাড়া মডেল থানায় ৩ জন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রদবদল হলো। এরা হলেন, একরামুল হোসাইন, নূরে আলম ও শাকিউল আযম।
এদের মধ্যে একরামুল হোসাইন ওসি হিসেবে এই থানায় যোগ দিয়েছিলেন ২০২৫ সালে ০৯ নভেম্বর তারিখে। ১ মাসের ব্যবধানে তিনি অন্যত্র বদলী হয়ে যাবার পর ৮ ডিসেম্বর নূরে আলম ওসি হিসাবে যোগদান করেন।
এরপর প্রায় ১ মাসের ব্যবধানে নূরে আলমকে নাটোরের নলডাঙ্গা থানায় বদলীপূর্বক সেখান থেকে শাকিউল আযমকে ওসি হিসাবে উল্লাপাড়া মডেল থানায় রদবদল করা হয়। তিনি ০৬ জানুয়ারি ২০২৬ তারিখে উল্লাপাড়া মডেল থানায় যোগদান করেন।
উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, বর্তমান অন্তর্বতীকালীন সরকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করার লক্ষ্যে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাচ্ছেন। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিগত ২ মাসে উল্লাপাড়া মডেল থানায় ৩ জন ওসিকে রদবদল করা হলো।
মন্তব্য করুন
