সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত প্রার্থীর গাড়িবহরে বিএনপির হামলার অভিযোগ, আহত ১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
হামলায় আহত জামায়াতের নেতাকর্মী
expand
হামলায় আহত জামায়াতের নেতাকর্মী

সিরাজগঞ্জের কাজিপুরে জেলা জামায়াতের আমীর ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

এতে অন্তত ১৫ জামায়াত নেতা-কর্মী আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।

সোমবার (৮ ডিসেম্বর ) রাত সাড়ে দশটার দিকে কাজিপুর উপজেলার সোনামুখি এলাকায় হামলার ঘটনাটি ঘটে।

হামলায় আহতদের মধ্যে পিপুলবাড়িয়া আঞ্চলিক শাখা জামায়াতের সভাপতি আ. আওয়াল, ছোনগাছা ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারি নুর আলমকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে কাজিপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেনসহ অন্যদের।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলম অভিযোগ করে জানান, সোমবার রাতে কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে একটি ইসলামি জলসায় উপস্থিত হলে তাকে বক্তব্য প্রদানে বাধা প্রদান করা হয়। মারপিট করা হয় তার কর্মীদের। সেখান থেকে ফেরার পথে সোনামুখি এলাকায় পৌঁছলে তার বহরে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদের মারপিটে জামায়াতের কাজিপুর উপজেলা সেক্রেটারিসহ অন্তত ১৫ জন আহত হয়।

ইসলামি জালসায় ঐ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাও উপস্থিত ছিলেন। তার উপস্থিতি ও ইন্ধনেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন এই জামায়াত নেতা।

পরে খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জামায়াতের নেতাকর্মীদের ওপরে অতর্কিত হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X