

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরায় ১ হাজার ৫০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা গ্রহণ করা হয়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার নিয়ম অনুযায়ী, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হয়নি। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিটি ভুল উত্তরের বিপরীতে ০.২০ নম্বর করে কাটা হয়।
পরীক্ষা চলাকালে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার চেয়ারম্যান মুহা আল মামুন এবং ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোঃ ইমদাদুল হক, উপদেষ্টা ডঃ মুফতি আখতারুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান ও নির্বাহী পরিচালক আবু সালেহ সাদ্দাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোঃ নুরুন্নবী, আরিফ বিল্লাহ, আল রাজীব, আফজাল হোসেন, শারাফাত হুসাইন লিটিল, মোঃ মাসুদ রানা ও মোঃ ওয়ালীউল্লাহ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। পরীক্ষার্থীদের সার্বিক সুবিধার্থে তথ্য কেন্দ্র স্থাপন, ছবি তোলার জন্য ফটো ফ্রেম এবং নান্দনিক পরিবেশ নিশ্চিত করা হয়।
এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার এ আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
মন্তব্য করুন
