মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুগার মিল চালু করতে আখচাষী সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
আখচাষী সমাবেশ
expand
আখচাষী সমাবেশ

পঞ্চগড় সুগার মিল চালু করার বিষয়ে আখচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সুগার মিল অফিস চত্বরে এই পঞ্চগড় জেলা আখচাষী সমিতি ও অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে এস আলম গ্রুপের চক্রান্তে বন্ধ করা হয় দেশের ৬টি চিনিকল। তারা চিনিকলের সম্পদ লুটপাট করার পাঁয়তারা করছিল।

তারা জানান, পঞ্চগড়ের অন্যতম ভারি এই শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন বিরাট অঙ্কের শ্রমিক কর্মচারী ও আঁখ চাষীরা। স্থবির হয়ে পড়ে স্থানীয় অর্থনীতি। গণঅভ্যত্থানের পরে চিনিকলগুলোতে আবারো আঁখ মাড়াই চালু করার ঘোষণা দিলেও তা আজও বাস্তবায়ন করা হয়নি। পঞ্চগড় সুগার মিলের ৩১টি ইক্ষু সেন্টারের মধ্যে মাত্র চালু করা হয়েছে ৮টি। বাকি সেন্টারগুলো চালুসহ দ্রুত মিলটি চালুর দাবি জানান তারা।

সমাবেশে পঞ্চগড় আখচাষী সমিতির আহ্বায়ক মনজর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী তানবীরুল বারী নয়ন। অন্যদের মধ্যে পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নাইবুল হক, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ সুগার মিলের শ্রমিক, কর্মচারী, আখচাষী ও শিক্ষকরা বক্তব্য রাখেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন