শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ৷

এর আগে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধায় তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বালাবাড়ি এলাকার ডাহুক নদীতে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, স্থানীয়রা ডাহুক নদীর পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি পানি থেকে উপরে তুলেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত হয় নি। ধারণা করা হচ্ছে বয়স প্রায় ৪০ বছরের মত।

একই সাথে স্থানীয়দের ধারণা ওই ব্যক্তি মানষিক ভারসাম্যহীন। রাতে থানা চত্বরে রেখে আজ শনিবার (২৭ ডিসেম্বর) ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে মরদেহটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X