সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধী ও চলাচলে অক্ষমদের জেলা প্রশাসকের বার্তা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ এএম আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান
expand
জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান

পঞ্চগড় জেলার প্রতিবন্ধী ও শারীরিকভাবে চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণের সুসংবাদ দিয়েছেন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে এক স্ট্যাটাস দিয়ে তিনি জেলা প্রশাসনের কাছে মজুত থাকা বিভিন্ন সহায়ক উপকরণের বিস্তারিত তালিকা প্রকাশ করেন এবং উপযুক্ত উপকারভোগীদের আবেদন করার আহ্বান জানান।

জেলা প্রশাসনের তথ্যমতে, বর্তমানে মজুত রয়েছেবড়দের হুইল চেয়ার ৮০টি, শিশুদের হুইল চেয়ার ৭টি, ট্রাই সাইকেল ৩টি, এলবো ক্রাচ ৪ জোড়া, এক্সিলারি ক্রাচ ৪টি, কর্নার চেয়ার ২টি, হিয়ারিং এইড ৭টি এবং সাদাছড়ি (ম্যানুয়েল) ২০টি।

জেলা প্রশাসক তার পোস্টে জানান, পঞ্চগড় জেলার নাগরিক উপযুক্ত ব্যক্তিদের এসব সহায়ক উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কারও আশপাশে কোনো প্রতিবন্ধী বা স্বাভাবিক চলাচলে অক্ষম ব্যক্তি থাকলে, যাদের এসব উপকরণ প্রয়োজন, তাদের জেলা প্রশাসক পঞ্চগড় বরাবর আবেদন করতে অনুরোধ জানান তিনি। আবেদন পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই উপকরণ বিতরণ করা হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। এ ক্ষেত্রে কোনো ধরনের অর্থ লেনদেনের প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সবাই যেন তথ্যটি শেয়ার করেন, যাতে প্রকৃত উপকারভোগীদের চোখে বিষয়টি পড়ে এবং তারা সহায়তা পাওয়ার সুযোগ পান। এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন ও যোগাযোগ করেও অনেক ভুক্তভোগী ও তাদের স্বজনরা সাড়া পাননি। এমন বাস্তবতায় জেলা প্রশাসক নিজেই কী কী উপকরণ রয়েছে এবং কতগুলো রয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য জানিয়ে ফেসবুকে সরাসরি উপকারভোগীদের যোগাযোগের আহ্বান জানানোর উদ্যোগকে ইতিবাচক ও প্রশংসনীয় হিসেবে দেখছেন তারা।

জুয়েল ইসলাম আবির নামে এক যুবক জেলা প্রশাসকের ফেসবুক পোষ্টে কমেন্ট করে জানান,স্যার, সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আপনার এই মানবিক পদক্ষেপ ও স্বচ্ছতা পঞ্চগড়ের মানুষের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। সরকারি এসব উপকরণ জনগণের সম্পত্তি আপনার ব্যবস্থাপনায় সঠিক জনগণ যেন এগুলো পায়, সেটাই সবচেয়ে বড় স্বস্তি। এভাবে সমাজের প্রয়োজনময় মানুষের পাশে দাঁড়ানো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। কৃতজ্ঞতা ও সম্মান জানাই। ্

শামীম রেজা সুমন নামে আরেক ব্যক্তি বলেন, এই প্রথম দেখলাম একজন জেলা প্রশাসক মহোদয় এত স্বচ্ছভাবে এসব জিনিস বিতরণের উদ্যোগ নিয়েছেন। মহান আল্লাহ পাক আপনার সুস্থতার সহিত নেক হায়াত দান করুক সত্যি অসাধারণ।

এদিকে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান বলেন, এগুলো শারিরীক প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য অনেক অচ্ছল ব্যক্তি বা পরিবার আছে যারা ক্রয় করতে অক্ষম আমরা চাই এমন উপকারভোগীরা এ সেবাটুকু যেন পায়৷

তিনি অনুরোধ জানান, এ তথ্যটি শেয়ার করেন, যাতে প্রকৃত উপকারভোগীদের চোখে বিষয়টি পড়ে এবং তারা সহায়তা পাওয়ার সুযোগ পান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X