সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় গোল্ডকাপ ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৪

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
স্টেজের কাছে হাতাহাতি
expand
স্টেজের কাছে হাতাহাতি

নেত্রকোণায় জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫–এর ফাইনাল ম্যাচে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে শহরের মুক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় সদর উপজেলা ও কেন্দুয়া উপজেলা ফুটবল দল। খেলার শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষে আহত হয়েছেন চারজন।

ম্যাচের প্রথমার্ধেই দুই গোল এগিয়ে যায় নেত্রকোনা সদর উপজেলা দল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করতে গিয়ে কেন্দুয়ার খেলোয়াড়রা টানা কয়েকটি ফাউল করলে মাঠে উত্তেজনা বাড়তে থাকে। ম্যাচের শেষ মুহূর্তে সদর উপজেলার খেলোয়াড় শোয়েব ও কেন্দুয়ার খেলোয়াড় আরিফের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত দর্শকরাও মাঠে ঢুকে পড়েন।

ঘটনার বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, হাতাহাতির ঘটনায় দুই দলের মোট চারজন খেলোয়াড় আহত হয়েছেন।রেফারি তাৎক্ষণিকভাবে শোয়েব ও আরিফকে লাল কার্ড দেখান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন