

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে যৌতুক না দেয়ায় এক গৃহবধূকে বেধড়ক মারধর ও দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও তার ৩ বোনের বিরুদ্ধে।
আহত গৃহবধূ মোছা. কুলসুম আক্তার (৩৮) বর্তমানে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ঘটনাটি ঘটে গত ২৬ নভেম্বর রাত ৯টার দিকে। পরে ভুক্তভোগী কুলসুম মঙ্গলবার (২ ডিসেম্বর) তার স্বামী রাজন'সহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়।
মামলার আসামিরা হলেন- কুলসুমের স্বামী আজিজুল হক রাজন, এবং তার ৩ বোন সুরাইয়া আক্তার, আয়েশা আক্তার ও আকলিমা আক্তার শান্তি।
কুলসুমের অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকে স্বামী ও ননদরা তার কাছে বাবার বাড়ি থেকে ২০ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দিতে থাকে। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করত তারা।
কুলসুম জানান, কয়েক বছর বাবার বাড়িতে পরে থাকলেও স্বামী রাজন তাকে ফিরিয়ে নিতে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান। পরে স্থানীয় চেয়ারম্যানের ডাকা শালিশের সিদ্ধান্তে তিনি স্বামীর বাড়ি ফেরেন। কিন্তু বাড়ি ফিরে নতুন করে আবার যৌতুকের দাবি এবং নির্যাতন শুরু হয়।
২৬ নভেম্বর রাতে স্বামী রাজন ও তার বোনরা একসাথে তাকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে রাজন দা দিয়ে কোপ দিলে তার মাথা ও হাত গুরুতরভাবে কেটে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে কুলসুমের ভাই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ননদ সুরাইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, এ মহিলা মিথ্যাবাদী সে নিজেই নিজের মাথা ফাটিয়েছে। তবে চিন্তার কিছু নেই দুএকদিনের মধ্যে সবকিছুর নিষ্পত্তি হয়ে যাবে।"
স্বামী আজিজুল হক রাজন অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কেউ কিছু করিনি। সে নিজেই জানালার গ্রীলে মাথা খুটে এ অবস্থা করেছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুব হোসেন বলেন, মামলাটি আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত চলছে।
মন্তব্য করুন
