

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৩০০ ফিটে ফিল্ম স্টাইলের মতো অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিসানের মোটরসাইকেল ডাকাতির ঘটনায় চক্রের চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার সকালে আদমজী র্যাব-১১ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন: রংপুর জেলার হারাগাছ থানার টেংরি এলাকার মোঃ শাজাহান মিয়ারের ছেলে সানি আহমেদ সামির, পাইলাটি এলাকার সুলতানের ছেলে ইমন, ভগতিপুর এলাকার মানিক মিয়ারের ছেলে রিশাদ এবং পিপড়া কাটি এলাকার মহিউদ্দিনের ছেলে আরিফ হোসেন।
র্যাব জানায়, কয়েক মাস আগে রাজধানীর ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলের মতো অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিক্সার জিসানের বাইক ডাকাতির ঘটনা ভাইরাল হয়। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল সামির-তৈয়ব-রানা গ্রুপ এই ডাকাতিতে জড়িত।
৩০০ ফিটে সক্রিয় এই ডাকাত দলটির অস্ত্র ক্রয় করার একটি তথ্য র্যাব-১১-এর কাছে আসে। পরবর্তীতে তাদের অবস্থান শনাক্ত করে র্যাব-১১ তথ্য সংগ্রহের মাধ্যমে তাদের গ্রেফতারের পরিকল্পনা করে। ধারাবাহিকতায় রাজধানীর ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে সামির ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ডামি রিভলভার ও চারটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন