সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না: জামায়াত নেতা 

সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া
expand
নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, নির্বাচনের জন্য যারা এক সময় খুব তাড়াহুড়া করতো, তারাই আজ নির্বাচন নিয়ে তালবাহানা করছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মামুদ্দি গ্রামে উঠান বৈঠক এসব কথা বলেন তিনি।

ড. ইকবাল হোসাইন বলেন, নির্দিষ্ট সময়ই নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না। এবার জামায়াতের জয়কে কেউ ঠেকাতে পারবে না।

তিনি আরও বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একজন আন্তর্জাতিক মানের নেতা। উনার সঙ্গে প্রতিদিনই কোনো না কোনো দেশের রাষ্টদূত মিটিং করছে। এখন বিদেশিরাও চাই এ দেশে জামায়াত ক্ষমতায় আসুক। জামায়াত ক্ষমতায় আসা মানে সৎ ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হওয়া।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমির মাওলানা মমিনুল হক সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. আকরাম।

এসময় উপস্থিত ছিলেন- জামায়াত নেতা সাখাওয়াত, ব্যবসায়ী কাজী নাসির উদ্দিন, সোনারগাঁ থানা ছাত্রশিবিরের সভাপতি আজিজুল, সনমান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মমিনুল, মাওলানা ফেরদাউস প্রমূখ।

পরে হরিহরদী বাজারে দাঁড়িপাল্লা পক্ষে গণসংযোগ করেন জামায়াত নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X