মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের রডবাহী ট্রাক ছিনতাই 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
ছিনতাই হওয়া ট্রাক
expand
ছিনতাই হওয়া ট্রাক

নারায়ণগঞ্জে রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের রডবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর রূপগঞ্জ থানাধীন কাঞ্চন টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

রডবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রহিমা গ্রুপের ফ্যাক্টরি ইনচার্জ মো. হারুন মিয়া। যেখানে শাহ সুলতান শান্ত ও মো. রিপন হাওলাদারসহ ১/২ জনকে অজ্ঞাত করে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ পত্রে বলা হয়, রূপগঞ্জে অবস্থিত রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড থেকে ট্রাকে করে ৭ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের রড নিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। অভিযুক্তরাসহ দু-একজন মিলে রডবাহী ট্রাক অজ্ঞাত কোথাও নিয়ে যায়।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম এনপিবি নিউজকে বলেন, ঘটনাটি তদন্ত করছে পুলিশ। তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X