

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে ফারহান তানভীর তকি।
ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিক মো. ইসমাঈল ও মোছা. ছালমা খাতুনের জ্যেষ্ঠ সন্তান তকি ময়মনসিংহ জিলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় ১২৫৯ নম্বর পেয়ে সে বোর্ডসেরা হওয়ার গৌরব অর্জন করে।
পরিবার জানায়, ছোটবেলা থেকেই তকির পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ ও পরিশ্রম তাকে এই সাফল্য এনে দিয়েছে। মা ছালমা খাতুন আবেগঘন কণ্ঠে বলেন, “ছোট থেকেই ও পড়াশোনায় মনোযোগী ছিল। এই অর্জন আমাদের পরিবারের জন্য বড় পাওয়া।”
ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম জানান, তকির এই কৃতিত্ব স্কুলের জন্যও গর্বের বিষয়। আশেপাশের স্কুলগুলোর ফলাফল মিলিয়ে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে সে-ই সর্বোচ্চ নম্বর পেয়েছে।
নিজের অনুভূতি জানিয়ে ফারহান তানভীর তকি বলেন, “নিয়মিত পড়াশোনা, সঠিক সময় ব্যবস্থাপনা ও আল্লাহর ওপর ভরসা রেখে প্রস্তুতি নিয়েছিলাম। ভবিষ্যতে বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশের জন্য কিছু করতে চাই।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
