সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ষড়যন্ত্র বাড়ছে: সপু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
বিএনপি নেতা মীর সরফত আলী সপু
expand
বিএনপি নেতা মীর সরফত আলী সপু

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ফ্যাসিবাদী শক্তির নানা ষড়যন্ত্র বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মীর সরফত আলী সপু বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা জড়িত। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী শক্তি কখনোই দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় না।

তিনি আরও বলেন, ‘প্রশাসনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলতে চাই, ফ্যাসিবাদ ও তাদের দোসরদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X