রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আরিচা বিআইডব্লিউটিএ ড্রেজার পাইপ বয়া গুদামে ভয়াবহ অগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পিএম আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
বিআইডব্লিউটিএ ড্রেজার পাইপ বয়া গুদামে ভয়াবহ অগুন
expand
বিআইডব্লিউটিএ ড্রেজার পাইপ বয়া গুদামে ভয়াবহ অগুন

মানিকগঞ্জের শিবালয়ে আরিচা এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজার পাইপ ও বয়া সংরক্ষিত গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহতসহ গুদামের টিনশেড ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল প্রায় ৪টার দিকে আরিচা পুরাতন টার্মিনালের উত্তর পাশে নির্মাণাধীন ড্রেজার পাইপ ও বয়া গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে গুদামে থাকা ড্রেজার পাইপ বয়া, প্লাস্টিক দ্রব্য, দাহ্য সামগ্রী ও গুদামের ভেতরে নির্মিত ফ্রেমসহ টিনশেড পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় গুদামে শ্রমিকরা ওয়েলডিং মেশিন দিয়ে ঝালাইয়ের কাজ করছিলেন। অসাবধানতাবশত ওয়েলডিংয়ের স্ফুলিঙ্গ পাশেই রাখা ড্রেজার পাইপ বয়ার ওপর পড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে গুদামে রক্ষিত প্লাস্টিক ও দাহ্য বস্তু সরানোর চেষ্টা করেন। তবে বিশাল গুদামে রাখা বিপুল পরিমাণ মালামাল সরানোর আগেই আগুন ভয়াবহ রূপ নেয়।

এ সময় গুদামের সামনের ফটকে দড়ি দিয়ে বাঁধা লোহার দরজা খুলে পড়ায় তিনজন স্থানীয় ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাজিব বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। আগুন লাগার মূল কারণ অনুসন্ধান করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কিছুটা সময় লাগবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X