

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় নবজাতক মেয়ে শিশু উদ্ধার করা হয়েছে।
নবজাতকটির চিকিৎসা ও সার্বিক দায়িত্ব নিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। শিশুটির সুস্থতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ দেখভালের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় নবজাতক মেয়ে শিশু উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে শকুনি লেকের দক্ষিণপাড় বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের বাথরুমে পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম পরিষ্কার করতে গিয়ে ১দিন বয়সী নবজাতককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ক্লিনিক কর্তৃপক্ষ শিশুকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার জানান, "শিশুটিকে আনার সময় অবস্থাটি খুবই খারাপ ছিল। দ্রুত সেবা ও চিকিৎসায় বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে।"
নবজাতকের মা-বাবার পরিচয় শনাক্তে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, “শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।”
এদিকে সন্ধ্যায় মাদারীপুর সদর হাসপাতালে গিয়ে নবজাতকটির সার্বিক খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির নিরাপত্তা, চিকিৎসা ব্যয় ও ভবিষ্যৎ পরিচর্যার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব বলেন, “নবজাতকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দায়িত্ব নিয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে শিশুটির ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করা হবে।”
মাদারীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয়।
মন্তব্য করুন
