

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শান্ত (২৪) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ৫ ডিসেম্বর রাত ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর কাছে এ ঘটনা ঘটে। সেসময় ভারতীয় ১৪৬ বিএসএফ কোম্পানির উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান। পরে শান্তর পরিবার বিষয়টি বিজিবিকে জানায়।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, বিএসএফ গুরুতর আহত অবস্থায় শান্তকে ভারত সীমান্ত থেকে ধরে নিয়ে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শান্ত ওই এলাকার শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন। ঘটনার রাতে আরও তিন থেকে পাঁচজন সহযোগীকে নিয়ে ভারতীয় সীমানা থেকে মাদক ও অস্ত্র আনতে গিয়েছিলেন বলে দাবি করেন তারা।
কুষ্টিয়া বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল জানান, নিহত শান্ত একজন মাদক চোরাকারবারি ছিলেন। ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের সময় তিনি গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফের হাতে আটক হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ আজ শনিবার (১৩ ডিসেম্বর) আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
মন্তব্য করুন
