সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে কুষ্টিয়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
বিক্ষোভ মিছিল
expand
বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর গুলির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই আহত যোদ্ধারা।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের থানা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা ওসমান হাদীর ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এ ধরনের হামলার ঘটনা দেশের জন্য অশনিসংকেত। দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখতে এই সন্ত্রাসী চক্রকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং জাতির সামনে তাদের উন্মোচন করতে হবে।

এদিকে সমাবেশ চলাকালে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঘণ্টাব্যাপী কর্মসূচি প্রত্যাহার করা হলে সড়কে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X